ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমতি চাইবে ফাইজার
যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজার জানিয়েছে, তাদের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের নিরাপত্তা পর্যালোচনা সম্পন্ন হয়েছে। এখন তারা ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার (এফডিএ) কাছে আবেদন করবে।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বাউরলা গতকাল মঙ্গলবার এ তথ্য জানান। খবর নিউইয়র্ক পোস্টের।
আলবার্ট বাউরলা বলেন, ‘আমাদের নিরাপত্তা মাইলফলক এরই মধ্যে অর্জিত হয়েছে। আমরা এখন ওই নথি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
এর আগে গত সপ্তাহে কোম্পানিটি তাদের তৈরি ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর বলে ঘোষণা করে। তারা জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ভ্যাকসিনটি তৈরি করছে।
ফাইজার আগেই জানিয়েছিল, নভেম্বরে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার (এফডিএ) কাছে ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের আবেদন জানাবে।
এদিকে গত সোমবার মডার্না ও ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ তাদের ভ্যাকসিনের পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে। তারা তাদের ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করে।
আগামী ২৫ নভেম্বর নাগাদ মডার্না ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করবে। আবেদনের পর যাচাই-বাছাইয়ে কর্তৃপক্ষের কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
মডার্না ও ফাইজার তাদের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে একই প্রযুক্তি ব্যবহার করেছে। ফলে চূড়ান্ত ধাপের পরীক্ষা শেষে উভয় টিকার একই সুরক্ষা তথ্য পাওয়া গেছে। তাই উভয় আবেদনই গ্রহণযোগ্য হবে বলে ধারণা করা হচ্ছে।