মদিনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত চার, আহত ৪৪

Looks like you've blocked notifications!
সৌদি আরবে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪৪ জন। ছবি : সংগৃহীত

সৌদি আরবে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪৪ জন। আজ শুক্রবার মদিনার মহাসড়কের এ দুর্ঘটনার তথ্য জানায় সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ। 

খবরে জানা যায়, মদিনা প্রদেশের আল হিজরাহ মহাসড়কে ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস চলছিল। এ সময় উল্টো দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মদিনা সিটি থেকে ৯০ কিলোমিটার দূরত্বে আল ইউতামাহ শহরের পর এই দুর্ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে কয়েকজনকে দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় অ্যাম্বুল্যান্স ডাকা হয়। যদিও কর্তৃপক্ষ ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করেনি।

মক্কা ও মদিনা প্রদেশের মধ্যে সংযোগ তৈরি করা রাস্তাগুলোর মধ্যে এটি অন্যতম ব্যস্ততম একটি সড়ক। দুই বছর আগে এর সংস্কার কাজ করা হয়েছিল।  মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে যেতে সাধারণ মুসল্লিরা এ পথ ব্যবহার করেন।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলোতে দেখা গেছে, একটি বাস সামনে ও পাশের দিকে দুমড়ে-মুচড়ে যায়। এমনকি এর সামনের গ্লাসও ভেঙে গেছে। 

এর আগেও ২০১৯ সালে আল আখাল গ্রামের কাছে এই মহাসড়কে ৩৫ জন হজযাত্রী মারা যান। বাসটির সঙ্গে একটি লোডারের সংঘর্ষ হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া এক তথ্যে জানা যায়, ২০১৯ সালে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১২ হাজার ৩১৭ জনের মৃত্যু হয়েছে।