মস্তিষ্কে অস্ত্রোপচার, সংকটে প্রণব মুখোপাধ্যায়

Looks like you've blocked notifications!
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। ছবি : সংগৃহীত

মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হলো ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তবে ওই অস্ত্রোপচার সফল হলেও প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। বর্তমানে তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আপাতত ভারতের সাবেক রাষ্ট্রপতিকে আগামী ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। প্রণব মুখোপাধ্যায় গতকাল সোমবার বিকেলে নিজেই টুইট করে তাঁর করোনা সংক্রমণের কথা জানান। তিনি টুইট করে বলেন, ‘অন্য একটা কাজে হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করিয়েছি। আমার করোনা পজিটিভ এসেছে। আমার আবেদন, গত কয়েক দিন যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা নিজেদের আইসোলেশনে রাখুন এবং করোনা পরীক্ষা করান।’

এদিকে, প্রণব মুখোপাধ্যায়ের সংক্রমণের খবর চাউর হতে টুইটে আরোগ্য কামনা করে শুভেচ্ছা পাঠাতে শুরু করেন রাজনীতিবিদরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘নিজের যত্ন নিন। আপনার দ্রুত আরোগ্য ও সুস্থ শরীরের প্রার্থনা করছি।’

দিল্লি কংগ্রেসের প্রাক্তন প্রধান অজয় মাকেন লিখেছেন, ‘আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।’

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল লেখেন, ‘আমি আশাবাদী, উনি দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে পারবেন।’

এ পর্যন্ত ভারতে করোনার কবলে পড়েছেন ২২ লাখের বেশি মানুষ। এরই মধ্যে মোট ৪৪ হাজার ৩৮৬ জনের প্রাণ কেড়েছে করোনা। তবে আশার কথা হলো, ভারতে করোনা থেকে সুস্থতার হার এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৯ শতাংশে।