মহাকাশের রঙিন ছবি প্রকাশ করল নাসা
ওয়েব টেলিস্কোপের তোলা দূরবর্তী মহাকাশের প্রথম ছবি প্রকাশ করলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। টেলিস্কোপ হাবলে যা দেখা যেতো না, ওয়েব টেলিস্কোপে তা নানা রঙ ও আকারে ধরা পড়েছে। নাসা বলছে, বহির্বিশ্বের আজ পর্যন্ত যতো ছবি তোলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে গভীরতম ইনফ্রারেড ছবি এটি।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এই ছবি হোয়াইট হাউস থেকে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নাসা বলছে, এটি ওয়েব টেলিস্কোপের তোলা প্রথম ছবি গ্যালাক্সি ক্লাস্টার এসএমএসিএস-০৭২৩। তবে, আরও ছবির সংগ্রহ নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইসা এবং কানাডিয়ান স্পেস এজেন্সি সিএসএ যৌথভাবে প্রকাশ করবে।
সাড়ে ৬ মাস আগে একটি রকেটে করে পৃথিবী থেকে ১০ লাখ মাইল দূরের মহাকাশে পাঠানো হয়েছিল ওয়েব স্পেস টেলিস্কোপ। তাতে ছিল ২১ ফুট দীর্ঘ আয়না এবং আড়াই লাখ ক্ষুদ্র কম্পনের সানশিল্ড। আজ আমরা সেই টেলিস্কোপ থেকে আলোর আভাস পাচ্ছি। আমরা ১৩ বিলিয়ন বছরের পুরোনো মহাকাশের রহস্য ভেদ করছি।
নক্ষত্রপুঞ্জের এই ছবিটি হঠাৎ দেখলে চোখ ধাঁধিয়ে যেতে পারে। তবে, বাস্তবে ফিরলেই দেখা মিলবে গোল বা লম্বাটে নক্ষত্রপুঞ্জ। দেখা মিলবে ঝকঝকে তারার আলো, যেনো ঠিকরে বেরোচ্ছে। খালি চোখেও বোধ হয় এতো নিখুঁত মহাকাশের ছবি দেখা সম্ভব হতো না।
কিন্তু, নাসার ১০ বিলিয়ন ডলারের বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম দূরবীক্ষণ যন্ত্র ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে সেই ছবি তোলা গেছে।
নাসা জানিয়েছে, ওয়েব টেলিস্কোপ মহাকাশের যে অংশটির ছবি তুলেছে সেটি মহাকাশের ক্ষুদ্রতম একটি অংশ মাত্র। তবে, ওয়েব টেলিস্কোপের সাহায্যে আগামী দিনে বহির্বিশ্বের আরও রহস্যভেদ করা যাবে বলে আশা নাসার বিজ্ঞানীদের।