মহারাষ্ট্রে ভবনধসে অর্ধশতাধিক আটকা, নিহত ১
ভারতের মহারাষ্ট্র রাজ্যে পাঁচতলা ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ ধ্বংসাবশেষে আটকে রয়েছেন। এর মধ্যেই অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এদিকে, এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মহারাষ্ট্রের মুম্বাই থেকে ১২০ কিলোমিটার দূরের মাহাদ জেলায় গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।
জানা গেছে, বিধ্বস্ত পাঁচতলা ভবনটির ৪৫টি ফ্ল্যাটে বসবাস করত মানুষ। ভবন ধসের পর উদ্ধারকর্মীরা কাজ শুরু করলে তাৎক্ষণিকভাবে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এখনো ভবনটিতে কেউ জীবিত রয়েছে কি না, তা অনুসন্ধানে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।
এদিকে, এ ভবন ধসের ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তার আহ্বান জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ধারণা করা হচ্ছে, কয়েকদিন ধরে ভারি বৃষ্টির কারণে পুরোনো আমলের ওই ভবনটি ধসে পড়েছে। গতমাসেও মুম্বাইয়ে একটি পুরোনো বহুতল ভবন ধসের ঘটনায় নয়জনের প্রাণহানি ঘটে।