মাত্র একজন পর্যটকের জন্য খোলা হলো প্রাচীন মাচু পিচু

Looks like you've blocked notifications!
মাত্র একজন পর্যটকের জন্য মাচু পিচু পর্যটন কেন্দ্র খুলে দিয়েছে পেরু। ছবি : সংগৃহীত

মাত্র একজন পর্যটকের জন্য মাচু পিচু পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিরল ঘটনা ঘটিয়েছে পেরু। সৌভাগ্যবান সেই জাপানি ব্যক্তির নাম জেসি কাতাইয়ামা ।

সোমবার কেবল তাঁকে দেখানোর জন্য খুলে দেওয়া হয় প্রাচীন ইনকা সভ্যতার কেন্দ্রটি। ভ্রমণপিপাসুদের কাছে পেরুর মাচু পিচু অন্যতম আকর্ষণীয় স্থান।

মার্চ মাসে কাতাইয়ামা পেরু গেলেও করোনা মহামারির ধাক্কায় বন্ধ হয়ে যায় পেরু ও জাপানের মধ্যকার বিমান যোগাযোগ। একই কারণে বন্ধ হয়ে যায় মাচু পিচুও।

প্রায় সাত মাস পেরুতে আটকে থাকার পর কাতাইয়ামা যাতে মাচু পিচু দেখে দেশে ফিরতে পারেন সে ব্যবস্থা করে পেরু। এটি দেখতে পেরে তিনি খুবই খুশি।

বিবিসি জানায়, আটকাপড়া পর্যটক কাতাইয়ামা পেরুর সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে মাচু পিচু দেখার সুযোগ চেয়ে বিশেষ আবেদন করেন।

মন্ত্রণালয় তার আবেদনে সাড়া দিয়ে বিশেষ ব্যবস্থায় তাঁকে এই ঐতিহ্যবাহী স্থান পরিদর্শনের অনুমতি দেয়। গত শনিবার কাতাইয়ামা মাচু পিচু ভ্রমণ করেছেন।