মানবদেহে করোনার সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা চালাবে আরব আমিরাত

Looks like you've blocked notifications!

নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগের সম্ভাব্য দুটি ভ্যাকসিন নিয়ে গবেষণা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। এর পাশাপাশি মানবদেহে  করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালানোরও ঘোষণা দিয়েছে দেশটি। সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান আল ওয়াইস গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘১৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাছাই করা হয়েছে। গবেষণাকালে সেরা বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করার বিষয়টি নিশ্চিত করা হবে। সে পর্যায়ে ভ্যাকসিনগুলো যদি নিরাপদ ও কার্যকর বলে প্রমাণিত হয়, তাহলে এ পরীক্ষা সফল বলে বিবেচনা করা হবে।’

আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী জানান, দুটি সম্ভাব্য ভ্যাকসিন ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে। করোনার বিরুদ্ধে ভ্যাকসিনগুলোর কার্যকারিতা পরখ করার জন্য ক্লিনিক্যাল গবেষণা ও পরীক্ষা করা হবে বলে জানান আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। করোনার সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে এতদূর অগ্রগতি সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতের জন্য  গুরুত্বপূর্ণ একটি অর্জন বলে মন্তব্য করেন।