মার্কিন ইতিহাসে সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেন
যুক্তরাষ্টের রাজনীতির সঙ্গে কয়েক দশক ধরে যুক্ত জো বাইডেন। প্রথমে সিনেটর এবং পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট। এবার ডেনাল্ড ট্রাম্পকে হারিয়ে তিনি নির্বাচিত হলেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে।
প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন বাইডেন, কারণ তিনিই হলেন এখন প্রবীণতম মার্কিন প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাষ্টের সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। শপথ নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৭০।
প্রেসিডেন্টের লড়াই শুরু থেকেই বাইডেন জানান, তিনি কোনো অন্ধকারের পথ অনুসরণ করবেন না। দেশকে আলোর দিশা দেখানোর জন্যই লড়বে তাঁর দল। ১৯৭২ সালে মাত্র ২৯ বছর বয়সে ডেলাওয়ারের মার্কিন সিনেটর হিসেবে নির্বাচিত হন। পরে ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত বারাক ওবামা আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ওবামার অত্যন্ত বিশ্বস্ত সৈনিক ছিলেন বাইডেন।
বাইডেনের জন্ম ১৯৪২ সালের ২০ নভেম্বর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের স্ক্রানটনে। চার ভাইবোনের মধ্যে সবার বড় বাইডেন। বাবা জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র আর আইরিশ বংশোদ্ভূত মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান।
ডেলাওয়ার ইউনিভার্সিটিতে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন বাইডেন। পরে তিনি আইনে ডিগ্রি নেন। ১৯৬৬ সালে সিরাকিউজ ইউনিভার্সিটিতে পড়ার সময় বাইডেন নিলিয়া হান্টারকে বিয়ে করেন। ১৯৭২ সালে বড় দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিলিয়া মারা যান। তাঁর মেয়ে নাওমিও দুর্ঘটনায় মারা যান। এর পর ভেঙে পড়েছিলেন বাইডেন। কীভাবে কী করবেন জানতেন না তিনি। তবে ফের ঘুরে দাঁড়িয়েছেন তিনি। একজন যোদ্ধা তো এমনই হয়। জীবন যুদ্ধেও সে কখনো হারে না।