মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স শুক্রবার ভ্যাকসিন নেবেন : হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তাঁর স্ত্রী দেশের মানুষকে উৎসাহিত করতে জনসম্মুখে শুক্রবার কোভিড-১৯ ভ্যাকসিন নেবেন বলে জানা গেছে। বুধবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপির।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতার ব্যাপারে আমেরিকার জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করতে পেন্স ও তাঁর স্ত্রী প্রকাশ্যে কোভিড-১৯ ভ্যাকসিন নেবেন।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির লাগাম টেনে ধরার লক্ষ্যে গণ টিকাদান কর্মসূচির প্রথম সপ্তাহে তাঁরা এ ভ্যাকসিন নিতে যাচ্ছেন। তাঁদের হোয়াইট হাউসে এ টিকা নেওয়ার কথা রয়েছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এরই মধ্যে তিন লাখেরও বেশি নাগরিক প্রাণ হারিয়েছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা সার্জন জেনারেল জারোম অ্যাডামসকে একই সময় এ ভ্যাকসিন দেওয়া হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহের প্রথমদিকে করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন বলে আশা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বাইডেন জনসম্মুখে ভ্যাকসিন নেবেন বলে পরিকল্পনা করছেন।