মালিতে ৩৩ জঙ্গিকে হত্যার কথা জানালেন ফরাসি প্রেসিডেন্ট

Looks like you've blocked notifications!
মালির মেনাকায় অভিযানের আগ মুহূর্তে ফরাসি সেনা কর্মকর্তারা। ছবিটি এ বছরের মার্চে তোলা। ছবি : সংগৃহীত

মালিতে মৌরিতানিয়া সীমান্তের কাছে হেলিকপ্টার, ড্রোন ও স্থল সেনা ব্যবহার করে ফরাসি সেনারা ৩৩ জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছে ফ্রান্সের সেনাবাহিনী। শনিবারের ওই অভিযানে নিহত জঙ্গিরা আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠীর সদস্য ছিল বলে জানিয়েছে তারা।

আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানে প্রবাসী ফরাসিদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এই অভিযানের কথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এই অভিযানকে বড় ধরনের সাফল্য বলে বর্ণনা করেছেন তিনি।

গত মাসে মালিতে এক অভিযানের সময় সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ফ্রান্সের ১৩ সৈন্য নিহত হয়েছিল।

ছয় বছর ধরে পশ্চিম আফ্রিকায় ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে ফ্রান্সের সামরিক বাহিনী।