মালয়েশিয়ায় নেতৃত্ব সংকট ঘনীভূত, মাহাথিরের সময় কি ফুরিয়ে আসছে?

Looks like you've blocked notifications!

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচনে মাহাথির মোহাম্মদের প্রস্তাব নাকচ করেছেন, দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল মুস্তফা। এতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্ধারণ নিয়ে সংকট ঘনীভূতই হলো।

গতকাল শুক্রবার এক ঘোষণায় রাজা সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন জানান, পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণে মাহাথিরের ঘোষণা অনুসারে আগামী সোমবার পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসবে না।

নিজের দল বারসাতুর চেয়ারম্যান মহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন মাহাথির। তবে সোমবারের ওই অধিবেশনে তাঁর নিজের পক্ষে বেশি ভোট পড়লে তিনিই প্রধানমন্ত্রী পদে থাকবেন বলে জানান মাহাথির। ৯৪ বছর বয়সী এই নেতা দলে ও সরকারে নিজের অবস্থান যাচাই করতেই এমনটি করছেন কি না, তা এখন দেখার বিষয়। এসবের ফলে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। আর ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন জোটসঙ্গী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে।

আনোয়ার ইব্রাহিমসহ কয়েকটি দলের নেতারা বলছেন, মাহাথিরের পরিকল্পনাটি এমন, যাতে শুধু তাঁর দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হতে হবে। মাহাথিরের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর আলাদা দল পিকেআর গঠন করেন আনোয়ার ইব্রাহিম। পিকেআরের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম নিজেও প্রধানমন্ত্রী পদে বসার ব্যাপারে আত্মবিশাসী। গতকাল শুক্রবার তিনি এক টুইটে সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কী হয়, সেদিকে নজর রাখার আহ্বান জানান।

এদিকে মালয়েশিয়ার সংবাদপত্র নিউ স্ট্রেইটস টাইমস এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির অ্যাটর্নি জেনারেল টমি থমাস পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০১৮ সালে মাহাথিরের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান সরকার গঠনের পর নিয়োগ পান টমি থমাস।