মাস্ক পরতে বলায় যুক্তরাষ্ট্রে দোকানদারকে গুলি করে হত্যা

Looks like you've blocked notifications!
ফেসমাস্ক পরতে বলায় যুক্তরাষ্ট্রে এক মুদি দোকানের ক্যাশিয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছবি : সংগৃহীত

ফেসমাস্ক পরতে বলায় যুক্তরাষ্ট্রে এক মুদি দোকানের ক্যাশিয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার জর্জিয়া অঙ্গরাজ্যের ডেকাল্ব কাউন্টিতে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় হামলাকারীসহ ওই দোকানের আরেক প্রহরীও গুরুতর আহত হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর সিএনএনের।

খবরে বলা হয়, ডেকাল্ব কাউন্টির বিগ বিয়ার সুপার মার্কেটে মাস্ক ছাড়া প্রবেশ করেন এক ব্যক্তি। তখন দায়িত্বরত ক্যাশিয়ার তাঁকে মাস্ক পরতে বলার পরেই শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে ওই ক্যাশিয়ারকে গুলি করে ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্যাশিয়ারের।

দোকানে গুলি চালানোর পর হামলাকারীকে ঠেকাতে ভেতরে প্রবেশ করেন প্রহরী। এ সময় তাঁকেও গুলি করেন তিনি। কিন্তু গায়ে বুলেট ভেস্ট থাকায় প্রাণে বেঁচে যান তিনি।

পুলিশ জানায়, গোলাগুলির ঘটনায় দোকানের ক্যাশিয়ার নিহত হয়েছে। এ ছাড়া হামলাকারী ও প্রহরী আহত হয়েছে। তারা দুইজন আটলান্টার মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছে।