মিয়ানমার সামরিক বাহিনীর অভিযান পরিচালনার ছাড়পত্রের রিপোর্টে বিভিন্ন কূটনৈতিক মিশনের উদ্বেগ
মিয়ানমারে নিযুক্ত অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলো রাখাইন এবং চিন রাজ্যে মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানের ছাড়পত্রের প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
শনিবার ওই চার দেশের মিশন থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা এ ধরনের অভিযানগুলোর ঐতিহাসিক প্রভাব সম্পর্কে অবগত, যা সামঞ্জস্যহীনভাবে বেসামরিক মানুষের জীবনকে প্রভাবিত করছে।’
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ওইসব অঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া উচিত এবং বেসামরিকদের জীবন ও তাদের সম্পত্তির সুরক্ষার বিষয়ে সব পক্ষকেই গুরুত্ব দিতে হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে, খবর ইউএনবি।
এতে আরো বলা হয়, ‘বেসামরিক মানুষের সম্পত্তি পোড়ানো, গোলাগুলি এবং গ্রামবাসীকে গ্রেপ্তার করার বিষয়ে আমরা অবগত। আমরা অনতিবিলম্বে সব সশস্ত্র গোষ্ঠীকে স্থানীয় সম্প্রদায়ের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানাই।’
এর আগে, গত ২৪ জুন এক নির্দেশনায় আরাকান বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সামরিক বাহিনীকে ছাড়পত্র প্রদানের কথা জানায় রাখাইন রাজ্যের সুরক্ষা ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়।