নিরাপত্তা পরিষদের জরুরি সভা

মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের নিন্দায় চীনের বাধা

Looks like you've blocked notifications!
সোমবার সকাল থেকে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিকে আটক করে রেখেছে দেশটির সেনাবাহিনী। ছবি : রয়টার্স

চীনের বাধায় মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মিয়ানমারে সেনা অভ্যুত্থান নিয়ে জরুরি অনলাইন সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য বৈঠকে অংশ নেয়। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গেনার মিয়ানমারকে সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা দিতে আহ্বান জানান।

তবে সেনা অভ্যুত্থানের নিন্দা জানাতে ও গণতন্ত্র ফেরাতে বিবৃতি দিতে অনলাইন বৈঠকে চীন আরো সময় চায়।

এদিকে, স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে মিয়ানমারের ঘটনাকে সেনা অভ্যুত্থান হিসেবে অ্যাখ্যা দিয়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের পাশাপাশি মার্কিন সহায়তা বন্ধের হুমকি দিয়েছে।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বলছে, মিয়ানমারে সেনা অভ্যুত্থানে পরিস্থিতি থমথমে হলেও জীবনযাত্রা স্বাভাবিক। তবে বিবিসি বলছে, মিয়ানমারের রাজধানী নেপিদো এবং অং সান সু চির শহর ইয়াংগুনে রাতে গাড়ির হর্ন বাজিয়ে এবং বাসাবাড়িতে থালাবাসনের শব্দ করে প্রতিবাদ হয়েছে।