মিয়ানমারে করোনার টিকাদান শুরু, স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার

Looks like you've blocked notifications!
মিয়ানমারের একটি কেন্দ্রে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেছেন দেশটির নেত্রী অং সান সুচি। ছবি : রয়টার্স

ভারতের কাছ থেকে উপহার পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন দিয়ে আজ বুধবার টিকাদান কর্মসূচি শুরু করেছে মিয়ানমার।

দেশটিতে প্রথমে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী মেডিকেল কর্মীরা করোনাভাইরাসের প্রতিষেধক পাচ্ছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। মহামারির শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারলেও এখন সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় হিমশিম খাচ্ছে মিয়ানমার।

এরই মধ্যে দেশটিতে শনাক্ত রোগী এক লাখ ৩৮ হাজার ছাড়িয়ে গেছে; মৃত্যু হয়েছে তিন হাজার ৮২ জনের।

গত সপ্তাহে মিয়ানমার ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১৫ লাখ ডোজ টিকা উপহার পেয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভারত এসব টিকা উপহার পাঠাচ্ছে।

দেশটিতে সরকারি হিসাবে এখন দৈনিক কোভিড-১৯ রোগীর সংখ্যা কমতে দেখা গেলেও বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক কম শনাক্তকরণ পরীক্ষার কারণে সংক্রমণের পুরো চিত্রটা স্পষ্ট হচ্ছে না।