মিয়ানমারে খনি ধসে ৫০ জন নিহত
মিয়ানমারে আজ বৃহস্পতিবার একটি খনি ধসের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। এ ছাড়া আশঙ্কা করা হচ্ছে, মিয়ানমারের কাচিন প্রদেশের হাকান্ত এলাকার ওই খনি ধসে পড়ার ঘটনায় হয়তো আরো অনেকেই মাটিচাপা পড়েছেন। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ভারি বর্ষণের কারণে মূল্যবান পাথরের ওই খনি ধসে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে।
সাম্প্রতিক সময়ে মিয়ানমারে বেশ কয়েকবার খনি ধসের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়।