মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া

Looks like you've blocked notifications!
মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি : রয়টার্স

মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের গুলিতে ১৮ জন নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘসহ কয়েকটি দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। জাতিসংঘের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা ও ইন্দোনেশিয়া রোববারের ওই সহিংসতার নিন্দা করেছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মিয়ানমারের সহিসংতার নিন্দা জানিয়ে একে নিরাপত্তা বাহিনীর দ্বারা সংঘটিত ‘জঘন্য সহিংসতা’ বলে মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্র ‘দৃঢ়ভাবে’ মিয়ানমারের জনগণের পাশে আছে জানিয়ে রোববার এক টুইটে অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘তাদের ইচ্ছার প্রতি সমর্থন জানাতে সব দেশকে এক সুরে কথা বলার জন্য উৎসাহিত করছি (আমরা)।’

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মার্ক গার্নাউ বলেছেন, ‘সামরিক বাহিনী তাদের নিজেদের জনগণের বিরুদ্ধেই প্রাণঘাতী শক্তি ব্যবহার করেছে, এটি ভয়াবহ ঘটনা।’

ব্লিনকেন ও গার্নাউ, উভয়েই মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মিয়ানমারে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গুলির ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। মিয়ানমারের জান্তাবাহিনীকে সংযম প্রদর্শনের আহ্বানও জানিয়েছে তারা।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ইন্দোনেশিয়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভ দমনে বলপ্রয়োগে আরও সংযত থাকার এবং রক্তপাত ও প্রাণহানি এড়াতে সর্বোচ্চ ধৈর্যের অনুশীলন করার আহ্বান জানাচ্ছে।’