মিয়ানমারে বৌদ্ধমন্দিরে ধারণ করা পর্নোভিডিও নিয়ে তোলপাড়
মিয়ানমারে ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী বিখ্যাত পর্যটন কেন্দ্র ‘বাগান’। হাজারো বৌদ্ধমন্দিরের ওই পর্যটন কেন্দ্রে শুট করা ১২ মিনিটের একটি পর্নোভিডিও প্রকাশ করায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মিয়ানমারের বাগানের পুরোনো বৌদ্ধমন্দিরে নগ্ন হয়ে যৌনকর্মের ভিডিওটি ধারণ করে একটি বহুল পরিচিত পর্নোভিডিও সাইটে প্রকাশ করেন এক ইতালীয় দম্পতি। ‘ইস-ইস-ইস’ নামে ১১ মাস বয়সী ওই আইডিটির ৮১ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং সে আইডি থেকে প্রকাশিত ভিডিও সাড়ে তিন কোটিবার দেখা হয়েছে।
এ নিয়ে মিয়ানমারে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে এসব বলা হয়েছে।
ফেসবুকে জি খিন গি নামের এক ব্যক্তি বলেন, ‘বাগান বৌদ্ধমন্দিরগুলো আমাদের পবিত্র জায়গা।’ ওই স্ট্যাটাসে অনেকেই অ্যাংরি (রাগ) ইমো দিয়েছেন। একটি পর্যটন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তুন তুন নেয়িং এ ঘটনায় কর্তৃপক্ষের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।