মিয়ানমারে সংঘর্ষে অন্তত ২০ জান্তাসেনা নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/12/myanmar-thum.jpg)
মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন জান্তা সৈন্য ও সরকারপন্থী মিলিশিয়া সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সাগাইং অঞ্চলের তাজে টাউনশিপে প্রতিরোধের সময় অতর্কিত হামলায় নিহত হন তাঁরা। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী।
দেশটির সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স-পিডিএফ-এর মিডিয়া শাখা কাদুমা প্ল্যাটফর্ম জানিয়েছে, তারা এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো টাউনশিপের শ্বেতাক্যাও গ্রামের কাছে প্রায় ৮০ সেনা এবং পিউ স’ হ’টি মিলিশিয়া সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
কাদুমা দাবি করেছে, গত ৬ অক্টোবর থেকে জান্তা সৈন্যরা শহরের পূর্বাঞ্চলে গ্রামে অভিযান চালাচ্ছে। এক ঘণ্টার লড়াইয়ে সেনাবাহিনীর ১০ সদস্য নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন। যদিও ইরাবতী এই হতাহতের সংখ্যার সঠিক তথ্য যাচাই করতে পারেনি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/10/12/myanmar-in.jpg)
মিয়ানমারের সাগাইং, ম্যাগুই, মেন্দাল ও চিন রাজ্যসহ কয়েকটি অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স-পিডিএফ ও জান্তাবাহিনীর সদস্যদের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ। গত দুদিন ধরে পিডিএফসহ স্থানীয় আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জান্তাবাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়।