মিয়ানমারে সাড়ে পাঁচ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে সামরিক জান্তা

Looks like you've blocked notifications!
সাড়ে পাঁচ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা। ছবি : রয়টার্স

সাড়ে পাঁচ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা। অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থানের পর জান্তাবিরোধী বিক্ষোভের কারণে তাদের আটক করা হয়েছিল। সোমবার মানবিক কারণে তাদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, এ মাসের শেষ দিকে পাঁচ হাজার ৬৩৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে।

আসিয়ান শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ার একদিনের মাথায় এই ঘোষণা দেন তিনি। তবে মিয়ানমারের সাম্প্রতিক অস্থিতিশীলতা বৃদ্ধির পেছনে সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে দায়ী করছে জান্তা সরকার।

মিয়ানমারের বিরোধীদলগুলো যে উসকানি ও সহিংসতা চালাচ্ছে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) তা বিবেচনায় নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন জান্তা প্রধান ও সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

জান্তা প্রধান হ্লাইং বলেন, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উসকানির কারণে আরও সহিংসতা হচ্ছে। কেউ তাদের সহিংসতার দিকে নজর দিচ্ছে না, শুধু দাবি করছে আমরা সব সমস্যার সমাধান করব। এই বিষয়ে আসিয়ানের কাজ করা উচিত।’ 

উল্লেখ, গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। আগস্টে মিন অং হ্লাইং নিজেকে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। তবে ২০২৩ সালের মধ্যে নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যদিও তার ওই প্রতিশ্রুতি নিয়ে সংশয় রয়েছে।