মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সইদের ৫ বছরের কারাদণ্ড
সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অপরাধে পাকিস্তানের লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা ও জামাত-উদ-দাওয়া জঙ্গি সংগঠনের প্রধান হাফিজ সইদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, আজ বুধবার ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সইদকে এই সাজা শোনানো হয়।
লস্কর-ই-তৈবা ও জামাত-উদ-দাওয়া সংগঠনের প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিল।
জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান সইদকে গত বছর জুলাই মাসে গ্রেপ্তার করেছিল পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ইউনিট।