মেক্সিকোর মাদকসম্রাট ‘এল চাপো’র স্ত্রী যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
মেক্সিকোর মাদকসম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজম্যানের স্ত্রী ইমা কোরোনাল আইজপুরো। ছবি : সংগৃহীত

মেক্সিকোর মাদকসম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজম্যানের স্ত্রীকে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ। সোমবার মাদক পাচার করার অভিযোগে ওয়াশিংটনের বাইরের একটি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিচার বিভাগ এ কথা জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ান ও এএফপির।

বিভাগটি জানায়, ৩১ বছর বয়সী ইমা কোরোনাল আইজপুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আমদানির জন্য কোকেন, হেরোইন ও মারিজুয়ানা পাচারের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মেক্সিকোর কুখ্যাত মাদক চোরাকারবারি গ্রুপের অন্যতম সিনালোয়া কার্টেলের নেতা হচ্ছেন গুজম্যান।

আদালতে মামলার বিবরণীতে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রে শত শত টন মাদক সরবরাহ পরিচালনা করেন এবং তাঁকে অতিক্রম করা ব্যক্তিদের হত্যায় তার হাত রয়েছে।

বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ২০১৭ সালে তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয় এবং বিচারে দোষী সাব্যস্ত করে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এ মাদকসম্রাটকে মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দুই বছর পর এ সাজা ঘোষণা করা হয়। ইমা দ্বৈত নাগরিকত্বের অধিকারী। তিনি মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিক। ইমাকে যে যুক্তরাষ্ট্র গ্রেপ্তার করতে চায়, তা আগে জানা যায়নি।