মেড ইন চায়না ‘উহান শেক’ (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসের সংক্রমণ এমনভাবে ছড়িয়েছে, যার ফলে আতঙ্ক ভয়াবহ চেহারা নিয়েছে চীনে। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, দেখা হলে কেউ কারো সঙ্গে করমর্দনও করতে চাইছে না, আর আলিঙ্গন করাতো অনেক দূরের ব্যাপার।

এমন পরিস্থিতিতে শুরু হয়েছে পারস্পরিক অভিবাদনের নতুন প্রক্রিয়া। চীনে একজন আরেকজনের সঙ্গে দেখা হলে পায়ে পায়ে স্পর্শ করে পরস্পরকে অভিবাদন জানাচ্ছে।

তেমনটাই দেখা গেছে ভাইরাল হওয়া একটি ছোট্ট ভিডিওটে। টুইটারে পোস্ট হওয়া ওই ভিডিওটে দেখা গেছে, দুজন ব্যক্তি পরস্পরের পায়ে পা ছুঁয়েই অভিবাদন জানাচ্ছে। দুজনেরই মুখে মাস্ক পড়া।

চীনে হোর্ডিং লাগিয়ে সকলকে জানানো হয়েছে, পরস্পরের সঙ্গে কেউ যেন করমর্দন না করে। এর ফলে করোনাভাইরাসের সংক্রমণ আটকানো সম্ভব। এই নতুন অভিবাদনকে ‘উহান শেক’ বলা হচ্ছে।

টুইটারে শেয়ার হওয়ার পর থেকেই ভাইরাল ভিডিওটি। এখন পর্যন্ত ৫০ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি। জমা পড়েছে অনেক কমেন্ট।

চীনের স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে করমর্দন, চুম্বন কিংবা আলিঙ্গন থেকে বিরত থাকতে বলেছে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে। পাশাপাশি সকলকে ঘনঘন হাত ধুতেও বলা হয়েছে।