মেয়ে ধর্ষণের শিকার, চেপে যেতে বলেন প্রধানমন্ত্রী বাবা
মেয়ে ধর্ষণের শিকার হওয়ার খবর ছড়িয়ে পড়লে নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে ভেবে পুরো বিষয়টি চেপে যেতে বলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।
ঘটনাটি আশির দশকের। বব হকের মেয়ে রোজলিন ডিলন (৫৯) তখন ২৩ বছরের তরুণী। লেবার পার্টির তৎকালীন সংসদ সদস্য বিল ল্যান্ডারিউ তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন ডিলন। আদালতের একটি নথিতে এসব তথ্য রয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার নিউজ সাইট ‘নিউ ডেইলি’। বোন স্যু পিটার্স-হক নিউ ডেইলিকে জানিয়েছেন, পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি জানতেন।
ডিলনের প্রধানমন্ত্রী বাবা বব হক ও অভিযুক্ত বিল ল্যান্ডারিউ দুজনই মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
১৯৮৩ সাল। তিনবার যৌন হয়রানির শিকার হওয়ার কথা জানিয়ে রোজলিন ডিলন জানান, তৃতীয়বার ধর্ষণের শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হতে চাইলে বাবা বলেন, ‘না, তুমি এখন এসব পুলিশকে জানাতে পারবে না। আমি অত্যন্ত দুঃখিত। আমি এখন লেবার নেতার পদের জন্য লড়ছি, এ মুহূর্তে আমি কোনো বিতর্কে জড়াতে চাই না।’
১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বব হক। চার-চারটি জাতীয় নির্বাচনে জিতে সে সময় অস্ট্রেলিয়ার রাজনীতিতে ব্যাপক প্রভাবশালী ছিলেন এই লেবার নেতা। এ বছরের ১৬ মে মারা যান এই লেবার নেতা।
বর্তমানে বাবার সম্পত্তি থেকে নিজের উত্তরাধিকারের চার মিলিয়ন অস্ট্রেলীয় ডলার পেতে আদালতে লড়ছেন রোজলিন ডিলন।