মোজাম্বিকে ৫০ জনের শিরশ্ছেদ

Looks like you've blocked notifications!
উত্তর মোজাম্বিকে চরমপন্থিরা ৫০ জনকে মাথা কেটে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। ছবি : সংগৃহীত

মোজাম্বিকের উত্তরাঞ্চলে ৫০ জনকে মাথা কেটে হত্যা করল চরমপন্থিরা। মোজাম্বিক পুলিশ এ কথা জানিয়েছে। দেশটির ক্যাবো ডেলগাডো এলাকায় কয়েক দিন ধরে হানা দিয়ে ৫০ জনের মাথা কেটেছে চরমপন্থি মুসলিম জঙ্গিরা। বিবিসি ও ডয়চে ভেলের খবরে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, চরমপন্থিরা সাধারণ মানুষের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। মানুষ জঙ্গলে পালিয়ে গেছে। সেখান থেকে তাঁদের ধরে এনে মাথা কেটে হত্যা করা হয়েছে।

ক্যাবো ডেলগাডো অঞ্চলে তিন বছর ধরেই বিদ্রোহীদের তাণ্ডব চলছে। বিদ্রোহীদের অভিযোগ, জাতীয় সরকার এ অঞ্চলকে অবহেলা করছে। এই চরমপন্থিদের সঙ্গে আইএসের যোগাযোগ আছে বলে পুলিশ জানিয়েছে। তারা গোটা অঞ্চলে খেলাফতের শাসন চায়। তাদের সঙ্গে যারা হাত মেলাতে চায় না, তাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে বলে পুলিশের অভিযোগ।

সরকারি নিরাপত্তা বাহিনীও চরমপন্থিদের দমন করার নামে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করে আসছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর।