মোদির মন্ত্রিসভায় শপথ নেবেন ৪৩ জন

Looks like you've blocked notifications!
ভারতের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হচ্ছে। আজ বুধবার সন্ধ্যায় ৪৩ জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেবেন। ছবি : সংগৃহীত

ভারতের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হচ্ছে। আজ বুধবার সন্ধ্যায় ৪৩ জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনকে নতুন করে পুনর্গঠন করার চেষ্টার অংশ হিসেবে মন্ত্রিসভায় এই রদবদল হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

মহামারি করোনাভাইরাস সংকট মোকাবিলা, পণ্যের দাম বৃদ্ধিসহ বিভিন্ন বিভাগে মোদি সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছে। এরই ধারাবাহিকতায় এই রদবদল হচ্ছে।

এই রদবদলকে সামনে রেখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে এরই মধ্যে পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক ও শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারও। এনডিটিভির খবরে বলা হয়েছে, এরই মধ্যে ডজনখানেক মন্ত্রী–প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন একদল মন্ত্রী–প্রতিমন্ত্রী শপথ নেবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।