ম্যাচ জয়ের আনন্দে পাকিস্তানে ১২ জন গুলিবিদ্ধ

Looks like you've blocked notifications!
ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের পরপরই রোববার রাতে রাস্তায় নেমে আসেন উল্লসিত পাকিস্তানিরা। নেচে-গেয়ে, বাজি পুড়িয়ে বিজয় উদযাপন করেছেন তারা। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে পাকিস্তান। ফলে, পাকিস্তানিদের আনন্দ সীমা ছাড়ানোই স্বাভাবিক। কিন্তু বিপত্তি বেঁধেছে তাদের উদযাপন সীমা ছাড়ানোয়। দেশটির বৃহত্তম শহর করাচিতে বন্দুকের গুলি ছুড়ে বিজয়োৎসব করতে গিয়ে আহত হয়েছে অন্তত ১২ জন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি ও দ্য ন্যাশন জানিয়েছে, রোববার রাতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ জয়ের পরপরই রাস্তায় নেমে আসেন উল্লসিত পাকিস্তানিরা। নেচে-গেয়ে, বাজি পুড়িয়ে বিজয় উদযাপন করেছেন তারা।

কিন্তু করাচিতে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন। এদের মধ্যে পুলিশের এক উপপরিদর্শকও রয়েছেন।

গুলি ছুড়ে পাকিস্তান দলের বিজয় উদযাপনের খবর পাওয়া গেছে করাচির সচল গোথ, ওরাঙ্গি, নিউ করাচি, গুলশান-ই-ইকবাল ও মালির এলাকায়। এর মধ্যে ওরাঙ্গিতে অজ্ঞাত দিক থেকে আসা গুলিতে আহত হয়েছেন অন্তত দুজন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলশান-ই-ইকবাল এলাকায় ফাঁকা গুলি ছোড়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের সময় উপপরিদর্শক আব্দুল গনির শরীরেও একটি বুলেট আঘাত করে।

প্রসঙ্গত, রোববার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে পাকিস্তান। ভারতের মতো শক্তিশালী দলকে তারা হারিয়েছে অনেকটা হেসেখেলেই।