যারা আমাদের অর্থ আটকে দিচ্ছে তাদের একদিন বিচার হবে : জারিফ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/09/121166365_374756830363666_5376386941959606912_n.jpg)
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করে বিদেশে ইরানের অর্থ আটকে দিচ্ছে সেসব অপরাধীকে একসময় বিচারের মুখোমুখি করা হবে।
বৃহস্পতিবার এক টুইটার পোস্টে জারিফ এ কথা বলেন। তিনি এতে লিখেছেন, করোনা মহামারীর মধ্যে ওষুধ এবং খাদ্য সরবরাহের বাকি চ্যানেলগুলোও মার্কিন সরকার বন্ধ করে দিতে চায়। মার্কিন সরকার অবৈধভাবে ইরানের ১৮টি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর জাওয়াদ জারিফ এই টুইটার পোস্ট দিলেন, খবর পার্স টুডে।
জারিফ টুইটে আরো বলেন, একটি জাতিকে অভুক্ত রাখার ষড়যন্ত্র মানবতাবিরোধী অপরাধ। আমেরিকার এসব নিষ্ঠুর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের জনগণ টিকে থাকবে এবং একসময় অপরাধীদের বিচারের মুখোমুখি করবে।
ইরানের পরমাণু কর্মসূচিতে অর্থ জোগান দেওয়ার অভিযোগে এ সব ব্যাংকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়ারও অভিযোগ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। অথচ বাস্তবতা হচ্ছে- মধ্যপ্রাচ্যের উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরান নানাভাবেই লড়াই করে আসছে। এ ছাড়া সারা বিশ্বে কয়েক দশক ধরে যে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করেছে তার অন্যতম প্রধান শিকার ইরান