যুক্তরাজ্যের পরিস্থিতি আরো খারাপ হবে, সতর্কবার্তা প্রধানমন্ত্রীর
করোনাভাইরাস সংকট ‘ভালো হওয়ার আগেই পরিস্থিতি আরো খারাপ হবে’ বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল শনিবার যুক্তরাজ্যের প্রতিটি পরিবারকে চিঠি পাঠিয়ে এই বার্তা দেন তিনি। ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে তিনি ওই চিঠিতে জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বরিস জনসনের স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ ধরা পড়ার পর থেকে তিনি নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছেন।
যুক্তরাজ্যে গতকাল শনিবার আরো ২৬০ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন এক হাজার ১৯ জনে পৌঁছেছে। মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৯ জন।
চিঠিতে বরিস জনসন বলেছেন, ‘শুরু থেকেই আমরা সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। বৈজ্ঞানিক ও চিকিৎসকরা পরামর্শ দিয়ে আমাদের কিছু করতে বললে আমরা তা অবশ্যই করব।’
বরিস জনসন আরো বলেন, ‘আমরা জানি, পরিস্থিতি ভালো হওয়ার আগে আরো খারাপের দিকে যাবে। তবে আমরা সঠিক প্রস্তুতি নিচ্ছি এবং আমরা সবাই নিয়ম যত বেশি মেনে চলব, তত কম জীবন হারাব এবং তত তাড়াতাড়ি জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে।’
এদিকে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৭০ হাজার ৫২২ জন। এর মধ্যে মারা গেছেন ৩০ হাজার ৯৫১ জন আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৬৮৬ জন।