যুক্তরাজ্যের সঙ্গে ৪০টির বেশি দেশের যোগাযোগ বন্ধ
করোনাভাইরাসের নতুন প্রজাতি শনাক্তের পর বড় বিপদে রয়েছে যুক্তরাজ্য। একদিকে ৭০ শতাংশ বেশি সংক্রামক ভাইরাস আতঙ্ক, অন্যদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা। এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের ৪০টির বেশি দেশ।
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কায় লন্ডন, দক্ষিণপূর্ব ইংল্যান্ডসহ বেশ কিছু অঞ্চলে চার স্তরের লকডাউন জারি করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। উৎসবকে সামনে রেখে গোটা ইংল্যান্ডেই আরোপ করা হয়েছে কড়া বিধিনিষেধ।
করোনাভাইরাসের নতুন এই প্রজাতি শনাক্তের জেরে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এশিয়ার অন্তত ৪০টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
এদিকে ফ্রান্সও যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টার জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে। এর ফলে যুক্তরাজ্যের অন্যতম বড় বন্দর দোভার থেকে কোনো পণ্যবাহী ট্রাক ফ্রান্সে যেতে পারছে না।
সীমান্ত বন্ধ প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তিনি আলোচনা করেছেন। উভয় পক্ষই যত দ্রুত সম্ভব এ সমস্যা সমাধান করতে চায়।
ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তাদের পক্ষ থেকে ভালো সাড়া পেয়েছি এবং আমরা উভয়েই আমাদের সমস্যাগুলো বুঝি।’