যুক্তরাজ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ব্যবহারের অনুমোদন
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবিত নভেল করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে টিকাদান কর্মসূচির জন্য এই অনুমোদনকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে করোনা ভ্যাকসিনের ১০ কোটি ডোজের ক্রয়াদেশ এরই মধ্যে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদনের অর্থ হচ্ছে যুক্তরাজ্যের নীতিনির্ধারকেরা মনে করছেন টিকাটি নিরাপদ ও কার্যকর।
বাংলাদেশ সরকার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকাটি আনছে বলে এরই মধ্যে জানিয়েছে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকাটি তৈরির পরিকল্পনা করা হয়েছিল ২০২০ সালের শুরুর দিকে। এরপর এপ্রিলে টিকাটি প্রথমবারের মত স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করা হয় এবং তারপর হাজার-হাজার মানুষের ওপর টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়।
যে গতিতে অক্সফোর্ডের টিকাটি উদ্ভাবন করা হয়েছে, তা মহামারির আগে অচিন্তনীয় ছিল। করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় কোনো টিকা হিসেবে এটি যুক্তরাজ্যে অনুমোদন পেল।
এর আগে চলতি ডিসেম্বরে ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদন দিয়েছিল যুক্তরাজ্য।