যুক্তরাজ্যে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, সুরক্ষা পোশাক ছাড়াই কাজ করার আহ্বান
যুক্তরাজ্যে চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের পূর্ণাঙ্গ সুরক্ষা পোশাক ছাড়াই কাজ করতে বলা হয়েছে। এ ছাড়া অন্যান্য চিকিৎসা সরঞ্জাম একাধিকবার ব্যবহার করার ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক আইনপ্রণেতাদের নিয়ে গঠিত এক কমিটিকে জানিয়েছেন, যুক্তরাজ্যে ‘গাউনের স্বল্পতা’ রয়েছে এবং গতকাল শুক্রবারের মধ্যে ৫৫ হাজার সুরক্ষা পোশাক পৌঁছানোর কথা ছিল। এ সপ্তাহান্তে যেসব জায়গায় প্রয়োজন, সেখানে সঠিক সরঞ্জাম দেওয়ার লক্ষ্য ছিল।
এদিকে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যজুড়ে কয়েক ঘণ্টা যেতে না যেতেই শেষ হয়ে যাচ্ছে চিকিৎসা সরঞ্জামের সরবরাহ।
যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এক নির্দেশনায় বলেছে, উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ হাসপাতালগুলোতেই কেবল পূর্ণাঙ্গ পানিনিরোধক সার্জিক্যাল গাউন পরতে হবে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, যখন গাউন শেষ হয়ে যাবে, তখন বিকল্প ব্যবস্থা হিসেবে প্লাস্টিকের অ্যাপ্রন পরতে হবে অথবা অন্য হাসপাতাল থেকে সরবরাহ করতে হবে।
এ ছাড়া চিকিৎসক ও সেবিকাদের একটি গাউন একাধিকবার ব্যবহার করতে বলা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ।
এদিকে এ বিষয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।