যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল। গত একদিনে দেশটিতে আরো ৭৩৭ জন মারা গেছে। এ নিয়ে করোনায় ব্রিটেনে মোট মৃতের সংখ্যা এখন ১০ হাজার ৬১২।
গতকালের ৯১৭ জনের তুলনায় আজ মৃতের সংখ্যা অনেকটা কমেছে। সম্প্রতি দেশটিতে প্রতিদিন প্রায় এক হাজার করে মানুষের মৃত্যুর খবর আসছিল। সেই হিসাবে আজকের মৃতের সংখ্যা হ্রাসের খবরটি বেশ স্বস্তির।
বার্তা সংস্থা রয়টার্স দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ রোববারের প্রতিবেদনে এ খবর জানিয়েছে। তাতে বলা হচ্ছে, টানা দুদিন দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কমেছে। গত পড়শু একদিনে মৃতের সংখ্যা ছিল ৯৩৮ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৫ হাজার ২৮৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৮৪ হাজার ২৭৯ জন।
এদিকে করোনা আক্রান্ত প্রধানমন্ত্রী বরিস জনসন আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে গত রোববার ভর্তি করা হয় তাকে। হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটেও (আইসিইউ) দুদিন ভর্তি ছিলেন তিনি।