যুক্তরাষ্ট্রে নবজাতককে ডাস্টবিনে ফেলে দিল মা (ভিডিও)
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে এক মা তার নবজাতককে ডাস্টবিনে ফেলে দিয়েছে বলে জানা গেছে। নবজাতককে ডস্টিবিনে ফেলে দেওয়ার ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে।
সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, ১৮ বছর বয়সী ওই নারীর নাম অ্যালেক্সিস আভিলা। অভিযুক্ত ওই নারী পুলিশকে বলেছেন, তিনি বাথরুমে ওই সন্তানের জন্ম দেওয়ার আগের দিন পর্যন্ত তিনি জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন। গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনার জেরে অ্যালেক্সিস আভিলাকে গ্রেপ্তার করলেও ১০ হাজার ডলারের মুচলেকা নিয়ে পুলিশ তাকে পরে ছেড়ে দেয়। তবে আইনি প্রক্রিয়া শেষে তাকে পরবর্তী সময়ে লিয়া কাউন্টি জেলা আদালতে সাজা দেওয়া হবে।
লিয়া কাউন্টির হবস পুলিশ ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত প্রধান অগাস্ট ফনস বলেছেন, তিনি এর আগে কখনও এমন মামলার মুখোমুখি হননি।
‘আপনি যদি নবজাতককে নিয়ে সমস্যায় পড়েন, তাহলে সবচেয়ে ভালো প্রতিক্রিয়া হল এমন কাউকে খুঁজে বের করা যিনি আপনাকে সাহায্য করতে পারেন,’ তিনি বলেন।
অগাস্ট ফনস আরও বলেন, ‘আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের পরিস্থিতির মধ্য দিয়ে আপনাকে সাহায্য করতে দিন।’
ভিডিওতে দেখা যায়, এক নারী নিউ মেক্সিকোর হবস এলাকার একটি ডস্টিবিনের কাছে একটি সাদা ভক্সওয়াগন গাড়ি নিয়ে আসেন। এরপর গাড়ির পেছনের দড়জা খুলে শিশুটিকে পাশের ডস্টিবিনে ফেলে দেন।
এর তিন ঘন্টা পর তিনজন লোক ওই ডস্টিবিন থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করেন।