যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ২ শিশুসহ নিহত ৯
বৈরি আবহাওয়ার মুখে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের চেম্বারলেইনের নিকটে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ নয়জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে পাইলটও রয়েছেন বলে জানা গেছে। বিমানটিতে ওই সময় ১২ জন আরোহী ছিল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর দিয়েছে।
শনিবার চেম্বারলেইন মিউনিসিপ্যাল বিমানবন্দর থেকে আইডাহো অঙ্গরাজ্যের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই মাইলখানেক দূরে গিয়ে আছড়ে পড়ে উড়োজাহাজটি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনাস্থলের জায়গাটিতে তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছিল। তীব্র শীতে ওই এলাকায় কয়েক ইঞ্চি বরফের স্তর পড়ে গেছে।
দেশটির ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের তদন্ত দল কাজ শুরু করেছে বলেও জানানো হয়েছে।