রাখাইনে ফের ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ পরিকল্পনা, পালাচ্ছে মানুষ
সংখ্যালঘু মুসলিম সম্পদায়ের উপর মিয়ানমার সেনাবাহিনীর চালানো গণহত্যার ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে স্থানীয় বিদ্রোহীদের বিরুদ্ধে আবারও ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরুর পরিকল্পনা করছে সেনাবাহিনী।
স্থানীয় এক কর্মকর্তা ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ ব্যাপারে গ্রাম প্রধানদের সতর্ক করে দেওয়ার পর হাজার হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে।
স্থানীয় এক সংসদ সদস্য ও দাতব্য সংস্থার বরাত দিয়ে রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির সরকারের এক মুখপাত্র বলেন, শনিবার রাতে সীমান্তবিষয়ক কর্মকর্তাদের জারিকৃত জনগণকে সরিয়ে নেওয়ার এক আদেশ বাতিল করা হয়েছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারি নির্দেশনা জারি করা হয়েছিল স্বীকার করে রাজ্যের সীমান্তবিষয়ক দপ্তর বলেছে, এতে অল্প কিছু গ্রাম প্রভাবিত হবে।
বুধবার স্থানীয় গ্রাম্যপ্রধানদের সতর্ক করে একটি চিঠি দেওয়া হয়; এই চিঠি দেখতে পেয়েছে রয়টার্স। রাজ্য সরকারের মন্ত্রী কর্নেল মিন থান চিঠির সত্যতা নিশ্চিত করেন।
রাখাইনের রাথেডং শহরের প্রশাসক অং মিন্ট থেইন স্বাক্ষরিত চিঠিতে গ্রাম প্রধানদের কিয়াওকটান শহর ও আশপাশের গ্রামে সন্দেহভাজন বিদ্রোহীদের ঘাঁটিতে অভিযান চালানোর পরিকল্পনার ব্যাপারে তিনি অবগত হয়েছেন বলে জানান।
তবে কোন জায়গা থেকে এই অভিযান পরিচালনার নির্দেশনা এসেছে সে ব্যাপারে চিঠিতে কিছু উল্লেখ করেননি প্রশাসক অং মিন্ট। তবে রাখাইনের সীমান্ত কল্যাণ এবং নিরাপত্তাবিষয়ক মন্ত্রী মিন থ্যান বলেন, এটি তার নেতৃত্বাধীন সীমান্ত কল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা। দেশটির সেনাবাহিনী যে তিনটি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে এটি তার একটি।