রানি এলিজাবেথের স্মরণে এক মিনিট নীরবতা

Looks like you've blocked notifications!
সদ্যপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে এক মিনিট নীরবতা পালন করবে যুক্তরাজ্য। ছবি : সংগৃহীত

সদ্যপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে এক মিনিট নীরবতা পালন করবে যুক্তরাজ্য। গতকাল সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মুখপাত্র বলেন, ১৮ সেপ্টেম্বর জাতীয়ভাবে এ স্মরণ কর্মসূচি পালন করা হবে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় ১৮ সেপ্টেম্বর রাত আটটায় পুরো দেশ এক মিনিট নীরবতা পালন করবে বলে জানানো হয়েছে। খবর রয়টার্সের।

পরদিন ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে। রানির অন্ত্যেষ্টিক্রিয়ার রাজপরিবারের সদস্য, ব্রিটিশ রাজনীতিক ও বিশ্বনেতারা অংশ নেবেন।

অন্ত্যেষ্টিক্রিয়ার আগে চার দিন রানির মরদেহ ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে। এ সময় সর্বসাধারণ রানির কফিন দেখার সুযোগ পাবে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পারবে।

গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব নিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ৭০ বছর রাজকার্য পরিচালনা করে অনন্য ইতিহাস গড়েন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর বড় ছেলে ৭৩ বছর বয়সি তৃতীয় চার্লস স্বয়ংক্রিয়ভাবে নতুন রাজা হয়েছেন।