রামমন্দিরের ভূমিপূজা স্থগিত চেয়ে হাইকোর্টে মামলা
ভারতে করোনার মধ্যেই শুরু হচ্ছে অযোধ্যায় রামমন্দিরের নির্মাণকাজ। তিথি দেখে ঠিক হয়েছে ৫ আগস্ট হবে ভূমিপূজা। ৪০ কেজি রুপার ইট দিয়ে মন্দির নির্মাণের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকার কথা রয়েছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের।
তবে মহামারির মধ্যে এমন জাকজমকপূর্ণভাবে রামমন্দিরের ভূমিপুজা হলে তা কোভিড-১৯ সংক্রান্ত সরকারি গাইডলাইনকে লঙ্ঘন করবে, এমন দাবিতে এই অনুষ্ঠান স্থগিত রাখার জন্য এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হলেন দিল্লির এক সাংবাদিক।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সাকেত গোখলে নামের ওই সাংবাদিক বৃহস্পতিবার এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন।
আদালতে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করা হয়েছে, করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সবাইকে ‘আনলক ২.০’-এর গাইডলাইন মানতে বলছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলো। এই অবস্থার মধ্যে রামমন্দিরের ভূমিপুজা হলে সরকারি নির্দেশ ভাঙা হবে। ওই অনুষ্ঠানের জন্য অযোধ্যায় প্রচুর মানুষের সমাগম হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ প্রচুর বিশিষ্ট মানুষ সেখানে উপস্থিত থাকবেন। এর ফলে কেন্দ্র ও রাজ্যের জারি করা নিয়মেরই লঙ্ঘন করা হবে। যা ভয়াবহ এই মহামারির সময়ে কোনোভাবেই কাম্য নয়। সবদিক খতিয়ে দেখে আদালত এই বিষয়ে স্থগিতাদেশ জারি করুক।
গত বছর সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় দানের পরই রামমন্দির তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। রামের বিগ্রহ গোটা ভারত ঘোরানো হয়েছে। সারা দেশ থেকে ভক্তরা ভিত গাঁথার ইঁট পাঠিয়েছেন। কুম্ভমেলায় সাধুদের অনুমতিও নেওয়া হয়েছে। এরপরই ৫ আগস্ট ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনক্ষণ ঠিক হয়েছে।