রাশিয়ায় যোগদান প্রশ্নে গণভোট হতে পারে লুহানস্কে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/28/luhansk-may-vote.jpg)
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ বলছে—রাশিয়া-সমর্থিত স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকে খুব শিগগিরই রাশিয়ায় যোগদানের প্রশ্নে একটি গণভোট হতে পারে।
লুহানস্কের বিচ্ছিন্নতাবাদী নেতা লিওনিদ পাসেচনিক এ কথা বলেছেন। লুহানস্ক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি বিচ্ছিন্নতাবাদী এলাকা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল দুটি ২০১৪ সালেই স্বাধীনতা ঘোষণা করে। এবং তখন থেকেই সেখানে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলছিল।
এ বছরের ২১ ফেব্রুয়ারি রাশিয়া দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বীকৃতি দেয়। এবং এর দুদিনের মধ্যেই সেখানকার জনগণকে রক্ষার কারণ দেখিয়ে রাশিয়া ইউক্রেনে তাদের ভাষায় ‘বিশেষ সামরিক কার্যক্রম’ শুরু করে।
এদিকে লুহানস্কে সম্ভাব্য গণভোটের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছ ইউক্রেনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়; জানিয়েছে—অধিকৃত এলাকায় কোনো গণভোট করলে তা বাতিল হয়ে যাবে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/03/28/luhansk-may-vote-inside.jpg)
এর মধ্যেই ইউক্রেনের সবচেয়ে জ্যেষ্ঠ মানবাধিকার কর্মকর্তা লুদমিলা দেনিসোভা বলছেন, রাশিয়ার দখল করে নেওয়া একমাত্র বৃহৎ ইউক্রেনীয় শহর খেরসনেও স্বাধীনতার প্রশ্নে গণভোটের পরিকল্পনা করছে রাশিয়া। এবং সেখানে রাশিয়া নিজস্ব মুদ্রা ‘রুবল’ চালু করতে চাইছে।