রাশিয়ার ভ্যাকসিনে ১৪ শতাংশ স্বেচ্ছাসেবীর পার্শ্ব-প্রতিক্রিয়া

Looks like you've blocked notifications!
রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’। ছবি : সংগৃহীত

করোনা প্রতিরোধে রুশ ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’ গ্রহণকারীর প্রায় ১৪ শতাংশ স্বেচ্ছাসেবীর শরীরে দেখা দিয়েছে পার্শ্ব-প্রতিক্রিয়া। মস্কো টাইমসকে দেওয়া এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, রাশিয়ায় ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’ গ্রহণকারীর প্রতি সাতজনের একজন পার্শ্ব-প্রতিক্রিয়ায় ভুগেছেন।

ভ্যাকসিনটি প্রয়োগের পর প্রায় ১৪ শতাংশ স্বেচ্ছাসেবী দুর্বলতা এবং পেশিতে ব্যথা অনুভব হওয়ার পরিমাণই বেশি। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী এটাও জানান, ভ্যাকসিনটি সর্বত্র ব্যবহারের আগেই এ ধরনের উপসর্গের কথা বলা হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার থেকে বড় পরিসরে শুরু হয়েছে ভ্যাকসিনটির প্রয়োগ। ৪ সেপ্টেম্বর সর্বজন স্বীকৃত মেডিকেল জার্নাল ‘ল্যানসেট’-এর প্রতিবেদনে উঠে আসে রুশ ভ্যাকসিনের প্রথম দুই ধাপের ট্রায়ালের ফলাফল। প্রতিবেদনে জানানো হয়, ৪২ দিনের ব্যবধানে ৭৬ স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয়েছে ভ্যাকসিনটির দুটি ডোজ। তাদের সবাই বর্তমানে সুস্থ থাকলেও, দেখা দিয়েছিল নানা পার্শ্ব-প্রতিক্রিয়া।