রাশিয়ায় উড়োজাহাজের জরুরি অবতরণের সময় নিহত চার

Looks like you've blocked notifications!
এল–৪১০ মডেলের উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি ছোট উড়োজাহাজের জরুরি অবতরণের সময় চার যাত্রীর মৃত্যু হয়েছে। ওই উড়োজাহাজে ১৪ যাত্রী ও দুই জন ক্রু ছিলেন।

স্থানীয় সময় গতকাল রোববার সাইবেরিয়ার দক্ষিণ–পূর্বাঞ্চলের একটি জঙ্গলে উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করে। রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উড়োজাহাজ দুর্ঘটনার তদন্তের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কমিটি জানিয়েছে, এল–৪১০ মডেলের উড়োজাহাজটি ইরকুতস্ক শহর থেকে উড়ে যায়। সেটি কাজাচিনকোয়া এলাকায় পৌঁছানোর কথা ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর চার কিলোমিটার আগেই এটি জরুরি অবতরণ করে।

দুর্ঘটনার পরপরই গণমাধ্যমে আসা খবরে বলা হয়, উড়োজাহাজটি জরুরি অবতরণের পর সেটিতে ১১ জন আটকা ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উদ্ধারকর্মীদের অভিযান চালাতে দেখা যায়।

দুর্ঘটনার শিকার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল বলে স্থানীয় জরুরি সেবার বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। জরুরি অবতরণের আগে ক্রুরা বিষয়টি জানিয়েছিলেন বলে উল্লেখ করেছে তারা।