রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে ‘ব্যাপক প্রচেষ্টার’ প্রতিশ্রুতি তুরস্কের
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত অবসানে ‘বড় ধরনের প্রচেষ্টার’ প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এ কথা বলেন। খবর আল-জাজিরার।
ইব্রাহিম কালিন তুরস্কের ‘আনাদোলু’ বার্তা সংস্থাকে বলেছেন, ‘ইস্তাম্বুলের কর্মকাণ্ড অব্যাহত রাখা এ (রাশিয়া-ইউক্রেন) যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
ইব্রাহিম কালিন বলেন, ‘আমরা এখন থেকে যুদ্ধ অবসানের জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাব। কারণ, এ যুদ্ধে কেউ বিজয়ী হবে না। ইউক্রেন ও রাশিয়া উভয়েই হারবে।’
কিন্তু, ‘রাশিয়ার সংঘাত ও হামলা চালিয়ে যাওয়া (আলোচনা) প্রক্রিয়াটিকে আরও কঠিন করে তুলেছে’, যোগ করেন ইব্রাহিম কালিন।
এ ছাড়া কালিন জানান, তিনি বেসামরিক লোকদের, বিশেষ করে মারিউপোলে আটকে পড়াদের সরিয়ে নেওয়ার বিষয়ে ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছেন।