রাশিয়া থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান

Looks like you've blocked notifications!
মস্কোর তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এসইউ-৩৫ যুদ্ধবিমান। ছবি : রয়টার্স

রাশিয়ার যুদ্ধবিমান কেনার চুক্তির খুব নিকটে পৌঁছে গেছে ইরান। মস্কো থেকে অত্যাধুনিক প্রযুক্তির এসইউ-৩৫ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আজ শনিবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

নিউইয়র্কে জাতিসংঘের ইরানি মিশনকে উদ্ধৃত করে দেশটির সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, প্রযুক্তিগত দিক থেকে ইরান এসইউ-৩৫ যুদ্ধবিমান কিনতে আগ্রহী। এমনকি যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান।

বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ। তবে ওই মিশন জানিয়েছে, সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান কেনায় আরও কয়েকটি দেশের সঙ্গে কথা বলা হয়েছে। তবে, দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি।

গত বছরের জুলাইয়ে তেহরানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের চাপ নিয়ে আলোচনা করা হয়।

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইরানের তৈরি ড্রোন কামিকাজ ব্যবহার করছে রাশিয়া। এ নিয়ে তেহরানকে দোষারোপ করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। তবে, তেহরানের দাবি, ইউক্রেনে অভিযান চালানোর আগে মস্কোকে ড্রোন দিয়েছিল তারা।

রয়টার্স বলছে, ইরানের বিমানবাহিনীর কাছে তেমন কোনো আধুনিক যুদ্ধবিমান নেই। তাদের কাছে কয়েকডজন যুদ্ধবিমান রয়েছে যার বেশিরভাগই রাশিয়ার। এ ছাড়া দেশটির ইসলামী বিপ্লবের আগের কিছু যুদ্ধবিমান রয়েছে, যেগুলো কি না ১৯৭৯ সালেরও আগের।

২০১৮ সালে ইরান জানিয়েছিল, স্থানীয়ভাবে তৈরিকৃত ‘কাউসার’ যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করবে তারা। অনেক বিশেষজ্ঞদের মতে, ওই যুদ্ধবিমানটি এফ-৫ যুদ্ধবিমানের হুবহু নকল, যা ১৯৬০ এর দশকে তৈরি করেছিল যুক্তরাষ্ট্র।