রুশ বিমান আটক করতে পারবে যুক্তরাজ্য সরকার : ব্রিটিশ পররাষ্ট্রসচিব
রুশ বিমান ও মহাকাশ প্রযুক্তির ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এসব নিষেধাজ্ঞার ফলে এখন থেকে যুক্তরাজ্যে রুশ বিমান উড্ডয়ন ও অবতরণ করলে আটক করতে পারবে দেশটির সরকার। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লিজ ট্রাস জানিয়েছেন, এমন পদক্ষেপ নেওয়ার ফলে এখন থেকে সরকারের হাতে রুশ বিমান আটক করার ক্ষমতা থাকবে এবং যুক্তরাজ্যে রুশ বিমান উড্ডয়ন বা অবতরণ করাকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে দেখা হবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ নিষেধাজ্ঞার ফলে রাশিয়া ও ক্রেমলিন ঘনিষ্ঠরা আরও অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়বে।’
বিবিসি নিউজনাইটের রাজনীতিবিষয়ক সম্পাদক নিক ওয়াট বলেছেন, রাশিয়ার রাষ্ট্রীয় বিমান এ নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু নয়। কারণ, সেগুলো আগেই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
এ নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার প্রাইভেট জেট বিমানগুলোকে লক্ষ্য করা হবে, যেগুলো তৃতীয় কোনো দেশে তালিকাভুক্ত এবং রুশ ধনকুবেররা ব্যবহার করে থাকেন।