রুশ সাংবাদিককে নাগরিকত্ব দিল ইউক্রেন
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর এই যুদ্ধের বিরোধিতা করে রাশিয়া ত্যাগ করেন জ্যেষ্ঠ সাংবাদিক আলেক্সান্দার নেভজোরোভ। এবার তাঁকে নাগরিকত্ব দিল ইউক্রেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশেঙ্কো বলেছেন, কিয়েভ কর্তৃপক্ষ আলেক্সান্দার নেভজোরোভ ও তাঁর স্ত্রী লিডিয়াকে ইউক্রেনের নাগরিকত্ব প্রদান করা হয়েছে।
ভুয়া তথ্য ছড়ানোর মামলায় রাশিয়ায় ওই সাংবাদিককে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পরপর মার্চেই সস্ত্রীক দেশ ছাড়েন নেভজোরোভ।