রুশ সামরিক প্রশিক্ষণকেন্দ্রে সন্ত্রাসী হামলা, নিহত ১১

Looks like you've blocked notifications!
ছবি : রয়টার্স

রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১৫ জন আহত হয়েছেন। শনিবার আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় এ ঘটনা ঘটে। খবর রয়টাস ও বিবিসির।

রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা রিয়ার বরাতে বিবিসি বলছে, এক সামরিক প্রশিক্ষণের সময় ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধ করতে আসা দুজন ওই প্রশিক্ষণার্থীদের ওপর গুলি চালায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের ছিল, তবে বিস্তারিত জানা যায়নি।

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ঘটনার সময় তাদেরও গুলি করে হত্যা করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার পক্ষে বিশেষ অভিযানে অংশ নিতে স্বেচ্ছায় আসা লোকদের ব্যক্তিগতভাবে অস্ত্র চালানোর কৌশল শেখানো হচ্ছিল। তখনই প্রশিক্ষণ ইউনিটে সন্ত্রাসীরা দুটি ছোট অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

ইউক্রেনে রাশিয়ার সেনাদের শক্তিশালী করতে রুশ প্রেসিডেন্ট পুতিনের দ্রুত সেনা সমাবেশের নির্দেশের পর এ হামলাটি ঘটল। ক্রিমিয়ার সেতুতে বিস্ফোরণ ঘটার পরই পুতিন দ্রুত সেনা সমাবেশের নির্দেশ দেন।