রেকর্ড বৃষ্টিতে ভাসছে মুম্বাই

Looks like you've blocked notifications!

করোনায় বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই এবার নতুন এক বিপদে। অতিবৃষ্টিতে তলিয়ে গেছে মুম্বাই ও এর সংলগ্ন এলাকা। বৃহস্পতিবার সকালেও ভারি বৃষ্টি হয়েছে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায়। আরো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কয়েক দিন ধরে টানা বৃষ্টির সঙ্গী ঝড়ো হওয়া। ঘণ্টায় সর্বোচ্চ ১০৭ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে মুম্বাইয়ের উপর দিয়ে। আর এই দুইয়ের তাণ্ডবে ভারতের বাণিজ্য নগরীর অবস্থা বেহাল।

অতিবৃষ্টি ও ঝড়ের প্রভাবে মুম্বাইয়ের পেড্ডার এলাকায় বুধবার রাতেই পানি জমতে শুরু করে। তার ফলে সেখানে রাস্তা বন্ধ হয়ে যায়। বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল। সব গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ভোগান্তি বেড়েছে মানুষের। চলছে রাস্তা পুনর্নির্মাণের কাজ।

প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গাছ পড়ে মুম্বইয়ের বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ হয়ে গেছে। সিওনের গান্ধী মার্কেট এলাকা, মুম্বাই সেন্ট্রাল, গোল দেভাল, সন্ত রোহিদাস চকসহ বিস্তীর্ণ এলাকায় ট্র্যাফিক ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

মুম্বাইয়ের সরকারি জেজে হাসপাতালের ভিতরে পানি জমে গেছে। একাধিক এলাকায় বন্যার পানি জমে এবং গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে। ফলে ব্যহত হচ্ছে যান চলাচল। বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বইয়ের লাইফলাইন খ্যাত লোকাল ট্রেন পরিষেবাও।

এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মুম্বাইবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। জরুরি কাজ ছাড়া মুম্বাইবাসীকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছেন তিনি।