লকডাউনের মধ্যেই রাশিয়ায় ‘উচ্চস্বরে কথা বলায়’ গুলি, নিহত ৫

Looks like you've blocked notifications!

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাশিয়ার লকডাউনে থাকা একটি এলাকায় উচ্চস্বরে কথা বলায় পাঁচজনকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। পুলিশ জানায়, মস্কোর ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজান এলাকার ইয়েলাতমা গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

তদন্তকারীরা জানান, প্রথমে গুলিবর্ষণকারী ব্যক্তি নিজের বারান্দা থেকে বাইরে উচ্চস্বরে কথা বলার জন্য প্রতিবেশীদের সতর্ক করেন। পরে বাইরের ব্যক্তিরা প্রতিবাদ জানালে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে রাইফেল দিয়ে ওই ব্যক্তি প্রতিবেশীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিবিদ্ধ চার পুরুষ ও এক নারীর মৃত্যু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে আরো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ছয় হাজার ৩৪৩ জন। মারা গেছে ৪৭ জন।