লকডাউন শিথিলের পর বায়ুদূষণ বেড়েছে চীনে

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসের কারণে লকডাউনের জেরে বায়ুদূষণ বহুগুণে কমে গিয়েছিল। কিন্তু লকডাউন খুলতেই বায়ুদূষণ বেড়েছে বলে আজ সোমবার প্রকাশিত একটি গবেষণার ফলাফলে জানানো হয়।

গবেষকরা বলছেন, করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার কারণে কল-কারখানায় কাজ থেমে গিয়েছিল। সে কারণে গত জানুয়ারি থেকে দূষণের হার কমে যাচ্ছিল। লকডাউন খুলে যেতেই আবারও বায়ু দূষণ বাড়তে শুরু করেছে।

চীনের সেন্টার ফর রিসার্চ অন অ্যানার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) গবেষকরা এ ব্যাপারে একটি গবেষণা চালিয়েছেন। গবেষকরা জানান, করোনাভাইরাস মহামারি কাটিয়ে ওঠার পর বায়ুদূষণ বেড়ে যাচ্ছে, খবর স্ট্রেইট টাইমস।

তারা এটাও বলেছেন, ২০১৯ সালের ফেব্রুয়ারির তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে আবহাওয়ার গুণমান ব্যাপক ভালো ছিল। কল-কারখানা বন্ধ থাকা এবং যান বাহন চলাচল না করার কারণে বায়ু ছিল পরিষ্কার। কিন্তু আবারও সেসব চালু হতেই বাতাসের মান খারাপের দিকে যাচ্ছে।

এমনকি ২০১৯ সালের মে মাসের তুলনায় এ বছরের মে মাসে চীনের বায়ু দূষণ বেড়ে গেছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে সারা বিশ্বে চিকিৎসা সরঞ্জাম রপ্তানির যে প্রচেষ্টা চালাচ্ছে চীন, সেটারই প্রভাব পড়েছে বায়ুমানের ওপর।