লকডাউন শিথিল করল ব্রিটেন
লকডাউন শিথিলের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে ব্রিটেনে। এর ফলে লোকজন এখন ঘরের বাইরে জমায়েতে অংশ নিতে পারবে।
সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক পৃতিবেদনে জানায়, সোমবার থেকে ছয়জন পর্যন্ত লোক একসঙ্গে জড়ো হতে পারবে।এ ছাড়া লকডাউন শিথিলের পরিপ্রেক্ষিতে টেনিস, গলফ, বাস্কেটবল ও সাঁতারের মতো খেলাধুলাও শুরু করা যাবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি আশা করছেন সোমবার থেকে গ্রীস্মের ক্রীড়াসমূহ ও লোকজন তাদের পছন্দ মতো খেলাধুলা পুনরায় শুরু করতে পারবে। তবে জনসাধারণকে সতর্ক থাকতে ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
আগামী ১২ এপ্রিল থেকে লকডাউন শিথিলের তৃতীয় পর্যায় শুরু হবে। তখন আউটডোরে পাব গার্ডেনে ড্রিংকিং শুরু করা যাবে ও সেলুনগুলো খুলে দেওয়া হবে।
উল্লেখ, ব্রিটেনে নতুন ধরনের করোনা শনাক্ত হওয়ার পর কঠোর লকডাউন জারি করা হয়। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার লোক করোনায় মারা গেছে।
তবে আশার কথা ব্রিটেনে টিকাদান কর্মসূচি সাফল্যের সঙ্গেই পরিচালিত হচ্ছে। রোববার পর্যন্ত তিন কোটিরও বেশি লোককে টিকা দেওয়া হয়েছে।
দেশটিতে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা ও বায়োএনটেক/ফাইজার এই দুই কোম্পানির টিকা দেওয়া হচ্ছে।